বরগুনার বেতাগীতে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ নভেম্বর) শহরের পৌর অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সমাবেশে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদ। উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব’র সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রটারী প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন’র সঞ্চালনায় এ সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের নায়েবে আমীর মাওলানা মো. আফজালুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের সেক্রটারী মো. আসাদুজ্জামান আল মামুন, বামনার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন ও জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি এম হাসিবুর রহমান। বেতাগী পৌর জামায়াতের সহ-সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র প্রার্থী হাফেজ মাহবুবর রহমানসহ ভিবিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।