আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

তাড়াইলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে তালজাঙ্গা খেলার মাঠে এ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি ও তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা নূরুল হক।

এসময় তাফসীর পেশ করেন- বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি নজরুল ইসলাম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখেন মুফতি আব্দুল মান্নান উসমানী, মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী (লোহাজুরী, কটিয়াদী), মুফতি মোহাম্মাদুল্লাহ (নাঈম) (কাঁচপুর, ঢাকা) এবং মাওলানা আফাজ উদ্দিন ইসলামপুরী (করিমগঞ্জ)।

এছাড়াও মাহফিলে বক্তব্য প্রদান করেন- মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আশরাফ আলী মীর, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মুজাহিদুল ইসলাম এবং মাওলানা আবুল খায়ের (প্রমুখ)।

মাহফিল পরিচালনা করেন- মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ ও মাওলানা আমিনুল হক আকবপুরী (সিনিয়র সহ-সভাপতি, তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদ)।

মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ছাত্র ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রতি বছর নিয়মিতভাবে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয় ইসলামী চেতনা জাগ্রত করা ও সমাজে নৈতিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে।