সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম পরে নিজেদের সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের মূলহোতা মো. নাজমুল হাসান ওরফে জিম (২৪) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
বুধবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম এলাকায় র্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, নাজমুল দীর্ঘদিন ধরে নিজেকে কখনও সেনাবাহিনী, কখনও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে অনলাইনে মানুষের বিশ্বাস অর্জন করত। ভিডিও কলে ইউনিফর্ম পরে কথা বলার পাশাপাশি কখনও নারী সৈনিক সেজে নারীর কণ্ঠে প্রতারণা চালাত সে। এই কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাজমুল।
বাদীর করা মামলার তথ্য অনুযায়ী, নাজমুল ও তার সহযোগীরা সেনা সদস্য পরিচয় দিয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৫ লাখ টাকা দাবি করলে সন্দেহের সৃষ্টি হয় এবং প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা (নং ০৩/১৭৭, তারিখ: ০৭/১১/২০২৫) দায়ের করা হয়।
গ্রেফতারের সময় নাজমুলের কাছ থেকে সেনা ও নৌবাহিনীর ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, একাধিক মোবাইল ফোন, মেয়েদের পরচুলা, মেকআপ সেটসহ বিভিন্ন প্রতারণার আলামত উদ্ধার করে র্যাব।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন,
এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।জনগণকে সচেতন থেকে এমন ভুয়া পরিচয়ের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।