নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কাকরাইলে ৭০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৭০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শনিবার সকালে কর্মীরা কাজ এসে দোকানের তালা ভাঙ্গা দেখতে পান।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ইউএনবিকে জানান, শপিংমলে চতুর্থ তলায় বেস্ট এন্ড বেস্ট জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স নামে দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।

ওসি বলেন দুই দোকান থেকে কমপক্ষে ৭০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত হিসাব শেষে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কারের সঠিক পরিমাণ বলা যাবে।

চারতলা স্বর্ণ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন মালিকরা। টাকা কত টাকা নিয়েছেন তা এখনো জানতে পারেনি।

জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।