কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাধীন ৪নং জাওয়ার ইউনিয়নের বোরগাঁও মোহাম্মাদীয়া দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই ক্যাম্প ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আগত রোগীদের ভীড়।
মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান এবং তার সঙ্গে থাকা অভিজ্ঞ মেডিকেল টিম। মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অধিকারকে প্রাধান্য দিয়ে তিনি নিজ হাতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন ও পরামর্শ দেন।
ডা. জেহাদ খান বলেন—“আমার প্রতিশ্রুতি তিনটি:
১. ইনসাফভিত্তিক সমাজ গঠন।
২. দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা তৈরি।
৩. শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে জনগণের অধিকার নিশ্চিত করা।”
মেডিকেল ক্যাম্পে কার্ডিওলজি, মেডিসিন এবং গাইনী এই তিন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। ফলে স্থানীয় মানুষজন প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা হাতের নাগালেই পেয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান জানান,
“মানুষের জন্য মানবিক সেবা নিশ্চিত করতেই এ আয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সঠিক চিকিৎসা পরামর্শ দেওয়া এই ক্যাম্পের প্রধান লক্ষ্য।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার রাজনৈতিক সম্পাদক মীর সেলিম রেজা, কর্মপরিষদ সদস্য আশরাফুল হক আলমগীর, হাফেজ আমিনুর রহমান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে আয়োজনটি আরও গতিময় হয়ে ওঠে।
এছাড়াও মেডিকেল ক্যাম্পে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।