জুবায়ের আহমাদ জুয়েল, কিশোরগঞ্জ প্রতিনিধি , আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম।

৭টি বিষয়ে ৩টি গ্রুপে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে জেলা পর্যায়ের জন্য নির্বাচিত ৬০ জনকে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসা সর্বোচ্চ ২৩টি সনদ অর্জন করে প্রথম স্থান অর্জন করে।

এছাড়া তাড়াইল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ১৫টি, সহিলাটি উচ্চ বিদ্যালয় ৭টি, তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসা ৬টি, শিমুলআটি নুরুল কুরআন হাফিজিয়া মাদরাসা ৬টি, বেলংকা ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ২টি এবং তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১টি সনদ অর্জন করে।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন তাড়াইল উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, তাড়াইল দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, সহিলাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের জিসি মো. নুরুল আলম ও মাওলানা লুৎফুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দিয়ে অতিথিরা তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।