বেতাগী ( বরগুনা) প্রতিনিধি : , আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বেতাগী উপজেলা ও পৌর ছাত্রদল নতুন কমিটি ঘোষণা

বেতাগী উপজেলা ও পৌর শাখার ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো : রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেতাগী উপজেলা ও পৌরশখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

আহসানুল কবির শোয়েব ‘কে সভাপতি ও মো : শাহীন হাওলাদার’ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় ।

অন্যদিকে, মোহাম্মদ মোহাইমেন উল ইসলাম ‘কে সভাপতি এবং এহসানুল কবির জিলান, কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অনুমোদনের পর কমিটির পক্ষে আনন্দ মিছিল ও বিপক্ষে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নব ঘোষিত কমিটির সভাপতি আহসানুল কবির শোয়েব বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তদন্তে সাপেক্ষে ও বিচার বিশ্লেষণ করে এই কমিটি দিয়েছেন, অতি শীঘ্রই আমরা পূর্ণাঙ্গ কমিটি দেব এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কাজ করব “।

প্রতিবাদ মিছিল বিষয়ে বলেন, যারা পদ পায়নি তাদের রাগ ও ক্ষোপ থাকতে পারে, আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে৷ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো “।

উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম – আহবায়ক মো : আরিফুল ইসলাম বলেন ” এটা একটি পারিবারিক পকেট কমিটি, দুর্দিনে যারা ছিল তাদের বড় একটি অংশই এই কমিটিতে যোগ্য স্থানে নেই, বিবাহিত এবং ছাত্রলী নিয়ে কমিটি গঠন করা হয়েছে “।