মির্জাগঞ্জ প্রতিনিধি পটুয়াখালী: , আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মির্জাগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভ্রাম্য মাণ আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক ব্যক্তিকে সামারি ট্রায়ালে দণ্ড প্রদান করা হয়েছে। রেস্টুরেন্টে পচা তেল পুনঃব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাবার প্রদর্শন, পুকুরের পানিতে বর্জ্য ফেলা, জন চলাচলের রাস্তায় প্রতিষ্ঠানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, সড়কে যত্রতত্র যানবাহন রাখা—এ ধরনের জনউপদ্রব সৃষ্টিকারী বিভিন্ন অপরাধে দণ্ড প্রদান করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খান আল আমীন মাহমুদ।

১৫ নভেম্বর শনিবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় সড়ক ও ব্রিজসংলগ্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দোকান এবং সড়কে বাধা সৃষ্টি করা যানবাহনের চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি সকলকে আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান এলাকায় জনস্বাস্থ্য, ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।