বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বেতাগী প্রেস ক্লাবের উদ্যোগে সিডরে নিহতদের স্মরণে আলোচনাসভা

বরগুনার বেতাগীতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতার স্মৃতি এখানের মানুষ আজো বয়ে বেড়াচ্ছে। সিডরে নিহতদের স্মরণে নীরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে লণ্ডভণ্ড করে দেয় দেশের বিষখালী নদীর কুল ঘেষে গড়েওঠা জনপদ এ উপকূলবাসীর জীবন। প্রবল জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ উপচে এবং ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহূর্তে পরিণত হয় অচেনা ধ্বংসস্তুপে।

সরকারী হিসেব অনুযায়ী বেতাগী উপজেলায় ঘূর্নিঝড়ের কবলে ৩১ জনের মৃত্যু হয়। এর মধ্যে শিশু- ২, মহিলা- ৪ ও পুরুষ ২৫ জন, আহত ১ হাজার। শুধু সরিষামুড়ি ইউনিয়নেই মারা যায় ২২ জন।

রোববার (১৬ নভেম্বর) দুপুর দুইটায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আবুল বাসার খানের সঞ্চালনায় এসময় সিডরে নিহতদের স্মরণ ও রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সবুজ কাণন মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: মহসিন খান, বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ্ইংরেজি বিষয়ের শিক্ষক মো: মাইনুল ইসলাম, কৃষি বিষয়ের শিক্ষক খালিদুর রহমান সোাহাগ, গণিত বিষয়ের শিক্ষক গোলম কিবরিয়াও দি কান্ট্রি টুডের উপজেলা প্রতিনিধি আরিফ সুজন প্রমুখ।

আলোচনায় উঠে আসে বেচেঁ যাওয়া সর্বস্ব হারানো মানুষগুলোর অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ১৫ নভেম্বর প্রলয়ংকারী এই রাতটির কথা মনে উঠতেই শিউরে উঠে গোটা শরীর। সে সময়টায় এমনটি মনে হয় এখানে কোনদিন কিছুই ছিল না। চিরচেনা গ্রামগুলো ছিলো নীরব, নিথর নিশ্চিহ্ন জনপদের রুপ।