নারায়ণগঞ্জ প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

গনমাধ্যম কর্মীদের প্রাননাশের হুমকি, অভিযুক্তদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা

সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার তক্কারমাঠ এলাকার এক পরিবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

১১ই নভেম্বর (মঙ্গলবার) নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদুল ইসলাম নয়ন। মামলার পিটিশন নম্বর ৭৫২/২০২৫।

মামলায় অভিযুক্তরা হলেন চৌধুরী আশিক আহাম্মেদ রনি, পিতা: গোলাম আহমদ চৌধুরী, আশা চৌধুরী, পিতা: আলমগীর চৌধুরী, এ ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরী পরিবারটি বাইরে থেকে শান্ত-ভদ্র মনে হলেও তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অবৈধ কর্মকাণ্ড ও অনৈতিক আচরণের অভিযোগ।

পরিবারের কর্তা আলমগীর চৌধুরী আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিগত সরকার আমলে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় বিরোধী মতের লোকদের হয়রানি করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাবেক এক ছাত্রদল কর্মীর দায়ের করা অভিযোগও ফতুল্লা থানায় নথিভুক্ত রয়েছে।

তার মেয়ে আশা চৌধুরী, সরকারি তোলারাম কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স (অ্যাকাউন্টিং) বিভাগের শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে প্রতারণা ও পরকীয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

অন্যদিকে ছেলে সুলাইমান চৌধুরী বিশাল, নারায়ণগঞ্জের জালকুড়ির আল মিকাত মাদ্রাসায় অধ্যয়নরত। তার বিরুদ্ধেও রয়েছে সমকামী আচরণের অভিযোগ। অভিযোগ রয়েছে, পূর্বে অন্য এক মাদ্রাসায় অধ্যয়নকালে এই ধরনের কার্যকলাপ ধরা পড়লে সে ক্ষমা চেয়ে প্রতিষ্ঠান পরিবর্তন করে বর্তমান মাদ্রাসায় ভর্তি হয়।

এই অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রতিদিনের একটি অনুসন্ধানী দল তথ্য সংগ্রহে গেলে, সুলাইমান ও তার ঘনিষ্ঠ সহযোগী আবু বকর সাংবাদিকদের উপর আক্রমণাত্মক আচরণ করে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে জানা গেছে।

চৌধুরী পরিবারের বিরুদ্ধে মাদক, জুয়া, প্রতারণা ও নৈতিক অপরাধ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকেই সম্পাদক ফরিদুল ইসলাম নয়ন নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। নিজের ও সহকর্মীদের নিরাপত্তা বিবেচনায় তিনি আইনের আশ্রয় নেন এবং ১১ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফরিদুল ইসলাম নয়ন বলেন, “আমরা সত্যের পথে কাজ করি। কারও হুমকিতে ভয় পাব না। আইন আছে, ন্যায়বিচারে বিশ্বাস রাখি।”

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, দীর্ঘদিন ধরেই উক্ত পরিবারটি এলাকায় প্রভাবশালী বলয়ের আড়ালে অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে।
তারা দাবি করেন, এই মামলা আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক বড় পদক্ষেপ।

মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। আদালত প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা দেবেন বলে জানা গেছে।