বেতাগী (বরগুনা) প্রতিনিধি : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিনা চিকিৎসায় কাতরাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী আজাহার

বরগুনার বেতাগীতে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বিএনপি সৈনিক আজাহার হাওলাদার (৬০)। উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আজাহার হাওলাদার। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী এই জিয়া প্রেমিক। এত দিন একমাত্র ভিক্ষার আয়ে চলছিলো তার সংসার। কিন্ত ষ্টোকে হঠাৎ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তার আয় রোজগারের সেই পথটুকুও আজ বন্ধ। এমনিতেই অভাবের সংসার, তারপরে আবার কর্মহীন, অসুস্থ এবং ভরণপোষণের কেউ না থাকা অসহায় এই পরিবারে পাশে আজ কেউ নেই।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আজহার দৃষ্টিহীনতাকে প্রতিবন্ধকতা হতে দিইনি। বুঝ হওয়া থেকেই বিএনপির প্রতি তার আগ্রহ ছিল। তাই দলীয় কাজ করতে কোনো সমস্যা হয়নি। আজাহার হাওলাদার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন জাতীয় সংসদ সদস্য আখতারউজ্জামান আলমগীরের সময় থেকে বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের সাথে দলের নেতা হিসাবে তার অবাধ যাতায়াত ছিলো। তাছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সাথে সাক্ষাৎ করেন।

এ বছরের জুলাই মাসে আজাহার ষ্টোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসক জানান, ষ্টোক হয়ে তার শরীরের একটি অংশের বাম হাত-ও পা অবশ হয়েগেছে। স্থানীদের অভিযোগ এতদিন বিএনপির পাশে থেকে যে মানুষটি দাঁড়িয়েছিলেন তিনি আজ বিনা চিকিৎসায় বিছানায় ব্যাথায় কাতরাচ্ছেন।

দৃষ্টি প্রতিবন্ধী আজাহার হাওলাদারের ৬ সদস্যের পরিবারে তার স্ত্রী খাদিজা বেগম, ছেলে সাইফুল ইসলাম (১৮), বড় মেয়ে রিপা বেগম (২৫), মেঝ মেয়ে রাবেয়া আক্তার (২৩), ছোট মেয়ে রাবিয়া আক্তার (১৯)। এর মধ্যে মেয়ে রাবেয়া বেতাগী সরকারি কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষে ও রাবিয়া প্রথম বর্ষে পড়াশনা করছে।

আজাহারের স্ত্রী খাদিজা বেগম জানান, অসুস্থ স্বামী আজহারের নিয়মিত ওষধ সেবন ও ফিজিও থেরাপি চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে আর্থিকভাবে চরম কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে মেঝ মেয়ে রাবেয়ার বিয়ে হওয়ায় তাকে উঠিয়ে নেওয়ার জন্য তার শ^শুড় বাড়ির লোকজন চাপ দিচ্ছে। অন্ধ হয়েও বিএনপির জন্য নিবেদিত এই মানুষটির জীবনের কঠিন সময়ে পাশে কেউ এগিয়ে আসছেনা।

বিএনপির স্থানীয় একাধিক নেতা-কর্মি বলেন, করুণ বাস্তবতা হচ্ছে বিএনপির জন্য এই অক’তভয় অসুস্থ প্রতিবন্ধী আজাহার এখন অনাহারে-অর্ধাহারে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন।

বিএনপি প্রেমিক দৃষ্টি প্রতিবন্ধী অসুস্থ ও অসহায় আজাহার হাওলাদার বলেন,‘ আমি অন্ধ ও ভিক্ষুক হিসেবে যতটুকু সম্ভব আওয়ামী লীগের বাঁধার মুখেও হাসিনা বিরোধী আন্দোলনে মাঠ পর্যায়ে কাজ করেছি। এখন অসুস্থ হয়ে বিছানায় ও চরম কস্টে আছি। জীবনের এই শেষ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভীর কাছে সু-চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহনের জোর দাবি করছি।’