মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
মত বিনিময় শেষে উপজেলার ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।