মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রতিনিধি : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নান্দাইলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা গণ পাঠাগারের সাধারণ সভা পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারন সভায় নব যোগাদানকারী উপজেলা নির্বাহী অফিসার, পাঠাগারের সভাপতি ফাতেমা জান্নাত কে বরণ করে নেন পাঠাগারের কার্যনির্বাহী সদস্যরা।

পাঠাগারের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন নেসা, কোষাধ্যক্ষ সমাজসেবা অফিসার মোহাম্মদ মিজানুল হক আকন্দ, পাঠাগারের সদস্য বইপড়া আন্দোলন নান্দাইলের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,সদস্য সিনিয়র সাংবাদিক আলম ফরাজি, সদস্য সাংবাদিক ফয়সাল, সদস্য কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা, দ্রারিদ্র বিমোচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সহ বিভিন্ন দপ্তর প্রধান গণ বক্তব্য রাখেন।