জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখার জোয়ার: প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারকে ঘিরে ভোটারদের নতুন প্রত্যাশা

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের রাজনীতিতে নতুন আলোচনার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। মাঠপর্যায়ের প্রচারণা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সরাসরি মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগের মাধ্যমে তিনি এলাকায় দিনদিন জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিচ্ছেন বলে দাবি জানিয়েছেন স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে তাড়াইল উপজেলার বেশ কয়েকটি সুপরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন আলমগীর হোসাইন তালুকদার। সেখানে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়, প্রতিষ্ঠানগুলোর সার্বিক সমস্যা ও অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন বলে আশ্বস্ত করেন উপস্থিতদের।

প্রচারণার এ সফরে তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মাওলানা হুমায়ূন আব্দুর রহীম, দিলোয়ার হোসেন জিহাদী, শেখ মুহাম্মাদ ইসলাম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

স্থানীয়রা বলছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকায় একজন আস্থাভাজন, শিক্ষিত এবং নীতিবোধসম্পন্ন ব্যক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন আলমগীর হোসাইন তালুকদার। তার রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক শিষ্টাচার এবং পূর্বের নির্বাচনী অংশগ্রহণ তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পাশাপাশি একজন হাফেজ ও আলেম। যোগ্যতা, স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার দিক থেকে তিনি অন্যদের তুলনায় এগিয়ে। তাদের ভাষ্য
“উপযুক্ত ব্যক্তিকেই আমরা সংসদে পাঠাতে চাই, আর সেই যোগ্যতার মানদণ্ডে সবচেয়ে উপরে আলমগীর হোসাইন তালুকদার।”

তাড়াইল ও করিমগঞ্জের গ্রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে তার জনপ্রিয়তা ও গণসংযোগ। প্রতিটি প্রচারণায় মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ জানান দিচ্ছে আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের শক্ত অবস্থানের।

স্থানীয়দের প্রত্যাশা উন্নয়ন, ধর্মীয় শিক্ষা, স্বচ্ছ প্রশাসন এবং মানুষের আস্থা ধরে রাখতে সক্ষম হবেন এই প্রার্থী। আর সেই প্রত্যাশার ঢেউ এখন ভাসছে পুরো কিশোরগঞ্জ-৩ আসনজুড়ে। হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইন তালুকদারের পক্ষে এই আসন ছিনিয়ে নিতে মরিয়া এখন সর্বস্তরের মানুষ।