আসাদুজ্জামান সজীব: , আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

হীড বাংলাদেশের স্বর্ণপদক অর্জন

২৬ নভেম্বর ২০২৫, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জনাব ফরিদা আখতার-এর সভাপতিত্বে “প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” ক্যাটাগরিতে হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পু এর হাতে এই স্বর্ণপদক তুলে দেন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।