নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ ডিএসই ও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই লেনদেন চলছে।

আজ মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা এগারোটা পর্যন্ত লেনদেনের ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার৭৬৪ পয়েন্টে ‌। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৩৭ পয়েন্ট ও ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৩৬ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২১টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৭৮ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

একই সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই সিএএসপিআই সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ১৯ বাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।