রাজশাহী প্রতিনিধি , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

রাজশাহীতে করোনা ইউনিটের তিনজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে কোন একজন করোনা  উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের একজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমনের উপসর্গ নিয়ে আরো দুজন মারা গেছেন। এই দুজনের বাড়ি পাবনা জেলায়। মারা যাওয়া রোগীর মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছে।