আসাদুজ্জামান সজীব: , আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন মেঘনা আলম

নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন মেঘনা আলম। সামাজিকমাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন, নাকি কোনো দলের হয়ে লড়বেন সে বিষয়টি এখনও নিশ্চিত করেননি মেঘনা আলম।

গত ১৪ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মেঘনা। তার ওই পোস্টে বলা হয়, ‘ভারত, পাকিস্তান ও সৌদির দাসত্ব থেকে বের হয়ে, বাংলাদেশপন্থি সরকার গড়ে তুলতে হবে। মেঘনা আলম ঢাকা-৮ আসনে সংসদে যাবেন বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।’

এরপর উল্লেখ করা হয়, মেঘনা আলম ঢাকা-৮ আসনে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।