জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বর থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।

তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য তাড়াইল উপজেলা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও জানান, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ এলাকা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও সরকারি প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জনসচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন করা হলে তাড়াইল উপজেলার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।