মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় মির্জাগঞ্জে শোক সভা ও দোয়া

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জের ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় দেউলী উদয়ন শহীদ আব্দুল জব্বার মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী,বিএনপির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।

আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।
সঞ্চালনা করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ‌,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হাই।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ সভাপতি ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক শাকিল খন্দকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খন্দকার আতাহার উদ্দিন।