জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের বেত্রাটি কেন্দ্রীয় কবরস্থানের বেহাল অবস্থা: উন্নয়নে প্রশাসনের সহযোগিতা চান এলাকাবাসী

কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বেত্রাটি কেন্দ্রীয় কবরস্থানের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন ও সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসন, প্রবাসী এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দানকৃত প্রায় ১ একর ৪০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে বেত্রাটি ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের শেষ ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কবরস্থানের চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হলেও ভেতরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ এখনো অসম্পন্ন রয়ে গেছে।

এলাকাবাসীর দাবি, কবরস্থানে যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক নির্মাণ এবং জানাজা ও দাফন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন জরুরি। এসব কাজ সম্পন্ন হলে কবরস্থানের পরিবেশ আরও মর্যাদাপূর্ণ, সুপরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ হবে বলে মনে করেন তারা।

এ বিষয়ে মাইজখাপন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বলেন, “এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে প্রবাসীদের সহযোগিতায় আমরা ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। তবে কবরস্থানের অবশিষ্ট উন্নয়ন কাজ শেষ করতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

বেত্রাটি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ বাবুল ভূঁইয়া বলেন,“বেত্রাটি কেন্দ্রীয় কবরস্থান আমাদের এলাকার ঐতিহ্য ও সম্মানের প্রতীক। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে অল্প সময়ের মধ্যেই উন্নয়ন কাজ শেষ করা সম্ভব।”
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও দানশীল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় বেত্রাটি কেন্দ্রীয় কবরস্থানটি একটি পরিকল্পিত, আধুনিক ও মর্যাদাপূর্ণ কবরস্থানে রূপ নেবে।