কিশোরগঞ্জের তাড়াইলে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় সদর বাজারের মাদ্রাসা মার্কেট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মুহাম্মাদের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামির হোসেন সাকি এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইফতেখারুল ইসলাম জুয়েল।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন তাড়াইল উপজেলা উলামা দলের সভাপতি হাফেজ রুহুল আমিন।