পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো উপকূলীয় সাংবাদিকতার আলোচিত ব্যক্তিত্ব, সদ্য প্রয়াত সাংবাদিক জাহিদ রিপন এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। তিনি ছিলেন এটিএন নিউজ চ্যানেলের উপকূল প্রতিনিধি এবং দেশ রুপান্তর পত্রিকার কলাপাড়া প্রতিনিধি, এছাড়া মহিপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার নিষ্ঠা, সততা এবং সদালাপী স্বভাব সকলের কাছে স্মরণীয়। ১১ জানুয়ারি (সোমবার) বাদ মাগরিব পটুয়াখালী বড় চৌরাস্তায় অবস্থিত পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাব হল রুমে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল হিকমা মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কাজী মামুন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান তুহিন, সহ সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন সহ বাইজিদ আহমেদ, মোঃ নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম ও সুবাস দাস সহ ক্লাবের সকল সদস্য।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক জাহিদ রিপন ছিলেন একজন উজ্জ্বল চরিত্রের মানুষ, যিনি উপকূলীয় সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আন্তরিকতা, সহমর্মিতা এবং সততার জন্য তিনি সাংবাদিক সমাজে সুপরিচিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা এককভাবে এবং সম্মিলিতভাবে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
জাহিদ রিপনের জীবন ও কর্মকে সম্মান জানিয়ে ক্লাবের নেতারা বলেন, তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং একটি মানসম্পন্ন ও সৎ সাংবাদিকতার প্রতীক। তার অনুপস্থিতি আমাদের সকলের জন্য শূন্যতা তৈরি করেছে। তবে তার কাজ এবং আদর্শ আমাদেরকে প্রেরণা হিসেবে থাকবে।