বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহে দুই বিভাগে বরগুনা জেলার সেরা সামিরা

জাতীয় শিক্ষা সপ্তাহে বরগুনা জেলা পর্যায়ে বাছাইয়ে বাংলা রচনা ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় ক গ্রুপে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী তাসফিয়া জাহান সামিরা।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী জেলার ৬টি উপজেলার প্রতিযোগীদের সঙ্গে ৩টি বিষয়ে লড়াই করে রচনা ও দেয়াল পত্রিকা বিষয়ে প্রথম স্থান এবং উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এই গৌরবময় অর্জনের মধ্য দিয়ে তিনি এখন বরিশাল বিভাগীয় পর্যায়ে বরগুনা জেলার প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন।

সামিরার এই সাফল্যে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বেতাগী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক লায়ন মো. শামীম সিকদার ও কলেজ শিক্ষক ইসরাত জাহান লিপির একমাত্র কন্যা।