আমতলী (বরগুন) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

তালতলীতে জমি-সংক্রান্ত বিরোধে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের ছোটবগী চন্দন তলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই, তার স্ত্রী ও ভাতিজির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে।

আহত ব্যক্তি মো. আবু তাহের রহিম সিকদার। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, মো. আবু তাহের রহিম পুরাতন বাড়ির পাশের রাস্তার পাশে ক্রয়কৃত জমিতে রোপণ করা গাছ দেখার জন্য সেখানে গেলে তার ছোট ভাই নিজাম সিকদার গাছের কাছে আসার কারণ জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই নিজাম সিকদার, তার স্ত্রী শিউলি এবং মেয়ে মারিয়া আক্তার রিমু সংঘবদ্ধভাবে আবু তাহের রহিমের ওপর হামলা চালায়। হামলায় আবু তাহের রহিমের কপাল ফেটে গুরুতর জখম হয়। এ সময় মেজভাই আতাহার সিকদার তাদের থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত আবু তাহের রহিমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহতদের মেজভাই মো. আতাহার সিকদার বলেন, ছোট ভাই আবু তাহের রহিমের চিৎকার শুনে বাইরে এসে তাদের ছাড়াতে গেলে নিজাম সিকদার আমাকেও লাঠি দিয়ে আঘাত করে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নিজাম সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে পাঁচ মিনিট পর কথা বলবেন বলে ফোন কেটে দেন। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।