জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

তাড়াইলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ জিকিরে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থীর গণসংযোগ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন।

বুধবার (২১জানুয়ারি) রাত ৯টায় তাড়াইল উপজেলা সদর বাজারের ট্টলারঘাটস্থ দলীয় কার্যালয় থেকে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ জিকিরের মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে জনসাধারণের মাঝে প্রচার চালান এবং দ্বীনি মূল্যবোধ, ইনসাফভিত্তিক সমাজ ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

এ সময় নেতারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার, নৈতিকতা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দ্বীনি নেতৃত্বকে সংসদে পাঠানোর আহ্বান জানান তারা।