জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

তাড়াইলে বিএনপির ফ্যামিলি ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের সচেতনতায় সামির হোসেন সাকি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় তাড়াইল উপজেলায় আয়োজিত এ সমাবেশে প্রধান ভূমিকা পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি। তাঁর আহ্বানে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ড. এম উসমান ফারুক এর নির্বাচনকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপির ঘোষিত সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোঃ সামির হোসেন সাকি বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে দেশের ৪কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ ঘোষণা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। এই কার্ড পরিবারের প্রধান নারীর নামে প্রদান করা হবে, যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার মাসিক দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। এতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দারিদ্র্য হ্রাস পাবে।”

নারীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।