নিজস্ব প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি, প্রটোকল অফিসারের বিরুদ্ধে তদন্ত দাবি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রটোকল অফিসার আমিনুর ইসলামের বিরুদ্ধে ঘুষ, টেন্ডার ও জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানিয়েছেন, তাঁর বেপরোয়া কার্যক্রমের কারণে অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা হতাশা ও ভীতি অনুভব করছেন।

সূত্রের দাবি, আমিনুর দীর্ঘদিন ধরে অধিদপ্তরে কর্মরত থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন প্রকল্পের পরিচালক ও কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করে তিনি টেন্ডার, গাড়ি মেরামত ও ক্রয়-বিক্রয় প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখেন এবং অতিরিক্ত বরাদ্দ হাতিয়ে নেন।

একাধিক সূত্র জানিয়েছে, তার কর্মকাণ্ডে ভুয়া বিল ও ভাউচার তৈরি করা হয়। এছাড়া, প্রটোকল অফিসারের পদোন্নতি ও ক্ষমতার কারণে তিনি আবারও বেপরোয়া হয়ে ঘুষ বাণিজ্য চালাচ্ছেন। অভিযোগে বলা হয়েছে, উপ-পরিচালক লিসাসা সহ কয়েকজন কর্মকর্তা তার কার্যক্রমে সহযোগিতা করছেন।

কর্মকর্তারা দাবি করেছেন, দায়িত্বরত কর্তৃপক্ষ এবং কৃষি মন্ত্রণালয় দ্রুত এই অভিযোগ তদন্ত করবে। তারা প্রশাসনিক ব্যবস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে সাংবাদিকরা আমিনুর ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে ফোনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।