জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

তাড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম বরকত উল্লাহ (১৯)। তিনি তাড়াইল উপজেলার সেকান্দর নগর (গোয়ালপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা আশফাক মিয়া এবং মাতা মরহুমা হেনা আক্তার।

যৌথ বাহিনীর সদস্যরা অভিযানের সময় তার কাছ থেকে ১টি রামদা, ২টি ছুরি, ১টি বল্লম ও ২টি চাপাতি উদ্ধার করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।