তাড়াইল উপজেলা বিএনপিতে যোগদান সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তাড়াইল উপজেলা বিএনপি।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আলোচিত যোগদান সংক্রান্ত কোনো কর্মসূচি বা সিদ্ধান্তের সঙ্গে উপজেলা বিএনপি কিংবা দলের কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ বিষয়ে দলের কোনো অনুমোদন বা সম্মতিও দেওয়া হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপির সাংগঠনিক বিধি অনুযায়ী দলীয় যোগদান একটি নির্দিষ্ট কাঠামো ও প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। কিন্তু বর্তমানে যেটিকে যোগদান কর্মসূচি হিসেবে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণরূপে সাংগঠনিক বিধিবহির্ভূত। প্রকাশিত ছবি ও ঘটনাটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ, যার সঙ্গে দলীয় যোগদান বা কোনো সাংগঠনিক সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
তাড়াইল উপজেলা বিএনপি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন- মোঃ সারওয়ার হোসেন লিটন সভাপতি, তাড়াইল উপজেলা বিএনপি।
এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন
মোঃ সারোয়ার আলম
সাধারণ সম্পাদক,
তাড়াইল উপজেলা বিএনপি।