বান্দরবন প্রতিনিধি : , আপলোডের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বান্দরবনের সাঙ্গু নদীতে পর্যটক তরুণীর লাশ

বান্দরবনের রোয়াংছড়ি তারাছায় সাঙ্গু নদীতে নিখোঁজ থাকা ২ পর্যটকের মধ্যে মারিয়াম আদনীন (১৯) নামে এক তরুণীর মৃতদেহ আজ শনিবার ২৫ ডিসেম্বর সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার ২০ ঘণ্টা পরও নিখোঁজ অপর পর্যটক আহনাফ আকীমের (২২) সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

গতকাল শুক্রবার ২৪ ডিসেম্বর বান্দরবানের সাঙ্গু নদীতে নৌ-ভ্রমণে গিয়ে দুপুর ৩ টার দিকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান মারিয়া ইসলাম (১৯) এবং নিখোঁজ হন আরো দুজন। শুক্রবার বিকেল থেকে সেনাবাহিনী, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার অভিযান শুরু করে।

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে বুধবার ২২ ডিসেম্বর ১০ সদস্যের একটি পর্যটক দল বান্দরবানে আসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকে একে অপরের মামাতো, চাচাতো ভাই-বোন।