নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা ৩০শে ডিসেম্বর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ শে ডিসেম্বরের প্রকাশ হতে পারে।

সূত্রে জানা যায় এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হতে পারে। তিনি বর্তমানে মালদ্বীপ সফরে আছেন তার ২৭ শে ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়া শুরু হবে ৫ এ জানুয়ারি থেকে। ৩০ শে ডিসেম্বর এসএসসির ফল প্রকাশ ও বই উৎসব করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।