আন্তর্জাতিক ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বড়দিনের উৎসবে বোমা হামলার ঘটনায় নিহত ৬ জন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো তে বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় নগরী বেণীতে শনিবার রাতে এ হামলা আরো ১৩জন আহত হয়েছে। খবর বিবিসি।

পুলিশ হামলাকারীদের রুখে দেওয়ার চেষ্টা করে কিন্তু সে আত্মঘাতী বোমা হামলা চালায় ।এতে আরও ৫জনসহ তিনি নিহত হন ‌‌‌‌।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ৩০জনের বেশী মানুষ ক্রিসমাস ডে উদযাপন করেছল। এ সময় হামলাকারীরা হঠাৎ সেখানে ঢুকে পরে পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

হামলার সময় রেস্তোরাঁটির ভেতর স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি একাধিক শিশুও ছিল।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র হাইয়েস্ট ঘনিষ্ঠ গোষ্ঠীকে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে।