নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ওবায়দুল কাদের এখন সুস্থ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

আজ রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল ছেড়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডঃ আতিকুর রহমান এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

১৪ ই ডিসেম্বর সকালে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি হন ওবায়দুল কাদের।