সিলেট প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি স্বর্ণসহ আটক ৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণসহ আজ সোমবার চার যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য সাত কোটি টাকা।

আজ সকাল ৯টায় দুবাই থেকে বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের চার যাত্রীর নিয়ে আসা আয়রন ও জুসার মেশিন থেকে এ স্বর্ণ আটক করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হচ্ছেন—হবিগঞ্জ জেলার নবীগঞ্জের শেখ মো. জাহিদ, সিলেট জেলার কানাইঘাটের মকবুল আলী, কেউরিয়া হাওরের বশির উদ্দিন এবং বাঁশবাড়ি এলাকার সুলতান মাহমুদ। এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা উপকমিশনার মো. আল-আমিন।

মো. আল-আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক করা ব্যক্তিরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সঙ্গে সিলেটে নিয়ে আসেন। তাঁদের চলাফেরা সন্দেহ হলে তাঁদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।