বিনোদন ডেস্ক: , আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেতা সোহেল রানা হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। গত তিন দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

রোববার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি জানান সোহেল রানার ভাই মাসুম পারভেজ রুবেল। তিনি জানান, সোহেল রানা ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।

করোনা মহামারির আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও, তা করা হয়নি।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।