নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপি দাই-ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ বলেন বিএনপি চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। তাই তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপি দায়ী থাকবে।

সোমবার ২৭শে ডিসেম্বর দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়া চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপি’র চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সে অবস্থার অবনতি ঘটলে দায় তাদের এই ।