নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কেন তেঁতুলিয়ায় শীত বেশি!

তেঁতুলিয়ায় সপ্তাহের বেশি সময় ধরে  শৈত্য প্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেতুলিয়া সোমবার সকাল ৯ টায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলটি হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের  নিকটবর্তী হওয়া উপজেলায় শীতের তীব্রতা বেশি।

উপজেলার বিভিন্ন স্থানে সকালে কুয়াশা না থাকলেও বরফের মধ্যে শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় রদ থাকলেও তেমন তাপ থাকেনা। বিকেল হতে না হতেই হিমেল হাওয়া শুরু হয়। রাত বাড়তে থাকলে ফাঁকা হয়ে যায় জনবহুল জায়গাগুলো। এতে বাড়ছে শীতজনিত নানা ব্যাধি হাসপাতাল ক্লিনিকগুলোতে জ্বর সর্দি-কাশি অ্যাজমা সাইনোসাইটিস বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। শীতে করোনর প্রভাব পড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দিচ্ছে। উপজেলা নির্বাহি অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান দেশের অন্যান্য জায়গার তুলনায় এ অঞ্চলের অনেক বেশি। তাই সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।