মাসুদ রানা জালাল জোমাদ্দার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মির্জাগঞ্জে সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু: উপজেলা চেয়ারম্যানের শোক প্রকাশ

মাসুদ রানা জালাল জোমাদ্দার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

সুবিদখালী রহমান ইসাহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক ও সুবিদখালী রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ হানিফ তালুকদার তাঁর কলাগাছিয়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

উল্লেখ্য, মরহুম হানিফ তালুকদার স্যার ইতিপূর্বে উপজেলার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে অত্যন্ত দক্ষ এবং আদর্শিক শিক্ষক হিসাবে সমাজে খ্যাতি অর্জন করেছিলেন।

মরহুমের মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক, রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন।

মৃত্যু কালে স্ত্রী, তিন ছেলে সহ  অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন সকলের প্রিয় মোঃ হানিফ তালুকদার স্যার ।