বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে যেনতেনভাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

বরগুনার বেতাগীতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা আজ বুধবার দুপুরে এ মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যার মো. মাকসুদুর রহমান ফোরকান। উদ্ধোধন শেষ অতিথিরা বলেন, দেশে এখন প্রযুক্তি নির্ভর শিক্ষা দরকার। প্রযুক্তির কারণে দেশ এখন উন্নয়নে দিকে নিয়ে যাচ্ছে। এ সময় পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপপতি বাবুল আক্তার, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী, সহ-সভাপতি মো. কামাল হোসেন খান।

উদ্ধোধন শেষে অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্ষুদে বিজ্ঞানীরা আবিস্কৃত
বিভিন্ন প্রর্দশিত উদ্ধোধনী বিষয়গুলো ঘুরে দেখান। তবে এ বছর জাতীয় বিজ্ঞান মেলায় উপস্থিতি খুবই কম। মাধ্যমিক পর্যায়ের ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিত থাকার কথা থাকলে এ মেলায় অংশ নিচ্ছেন মাত্র ১৪ টি বিদ্যালয়। উপজেলার এসময় একাধিক শিক্ষক বলেন, কোনভাবে দায়সারাভাবে জাতীয় বিজ্ঞান মেলার উদ্ধোধন করা হয়েছে। প্রতি বছরের তুলনায় এ বছর বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থী কম এসেছে। এমনকি বিজ্ঞানের শিক্ষার্থীরা জানেও না যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।