সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক) , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জনতার মুখোমুখি বেতাগীর পৌর মেয়র:সমস্যা শুনে সমাধানের আশ্বাস

বরগুনার বেতাগী পৌরসভার ণাগরিক সেবা বৃদ্ধির লক্ষে পৌর এলাকা উন্নয়নে তৃণমূল পর্যায়ের জনগণের মতামত গ্রহণের মধ্যে দিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়াশ সেবা ও ওয়ার্ড কমিটির উন্নয়ন মুলক উম্মুক্ত সভা শেষ হয়েছে।
বুধবার রাত সারে আটটায় ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো: কামাল হোসেন পল্টুর সভাপতিত্বে উম্মুক্ত সভার উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু,বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহআলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: খলিলুর রহমান।


এতে অন্যান্যদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দি কান্ট্রি টুডের সম্পাদক মো: হেমায়েত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু,সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, পৌর প্যানেল মেয়র মাসুদুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু,মহিলা কাউন্সিলর লুৎফুর নেছা রীনা, কাউন্সিলর নাসির উদ্দিন ফকির, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াজেদ হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।