নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ফানুস থেকে আগুন লাগানো নিয়ন্ত্রণে এসেছে

বর্ষবরণ উদযাপন করতে গিয়ে ওড়ানো ফানুসে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা।

শুক্রবার ৩১শে ডিসেম্বর দিনগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যমকর্মীরা রায়হান বলেন ঢাকার আশেপাশে যেসব আগুন লেগেছিল সবগুলো আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন গুলো বড় না হওয়ায় তেমন কোন সমস্যা নেই। এছাড়া উত্তরা এলাকায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী ধানমন্ডি মিরপুর এলাকায় বিদ্যুতের তারের আগুন লাগার খবর পাওয়া যায়। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন লাগার তালিকাভুক্ত করছি। তালিকা  করা না হলে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।