নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এর শপথ সম্পন্ন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নিয়োগ দিয়েছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

আজ শুক্রবার ৩১ শে ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় ,বাংলাদেশের সংবিধানে ৯৫(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিক বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এনিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হয়।

 

হাসান ফয়েজ সিদ্দিক ১৯৮১ সালে একুশে আগস্ট জেলা আদালতে যোগ দেন। তিনি ১৯৮৩ সালে ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালে ২৭ মেয়ে আপিল বিভাগের অন্তর্ভুক্ত হন। বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি।