নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নতুন বছরের লক্ষ্য জানালেন কিম জং-উন

উত্তর কোরিয়ার রাষ্ট্রক্ষমতার শীর্ষে থাকার ১০ বছর পূর্তির দিনে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন বলেছেন, ২০২২ সাল হবে ‘বাঁচা-মরার সংগ্রাম করা’ উত্তর কোরিয়ার মানুষের জীবনমান এবং অর্থনৈতিক উন্নয়নের জোরসূচনার বছর।’

ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) অষ্টম কেন্দ্রীয় কমিটির প্লেনারি সভায় গতকাল শুক্রবার কিম জং উন এসব কথা বলেন। গত সোমবার এ সভা শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা জানানো হয়।

উত্তর কোরিয়ার ৩৭ বছর বয়সি সর্বোচ্চ নেতা কিম জং-উন বলেন, ‘পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের শক্ত প্রতিজ্ঞা মোকাবিলা করাই আগামী বছরের মূল কাজ। জনগণের জীবনমান এবং জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনা জরুরি।’

যুক্তরাষ্ট্র কিংবা পরমাণু অস্ত্র নয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বক্তব্যজুড়ে ছিল শিল্প কলকারখানা এবং শিক্ষা বিষয়ক কথাবার্তা। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যের সারমর্মে এমনটিই দেখা যায়।

২০১১ সালে বাবা কিম জং-ইলের মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হন কিম জং-উন।