নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপির অংশ নেওয়া উচিত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বর্তমানে দেশে রাজনীতির যে টক্সিক সিচুয়েশন (অপ্রীতিকর পরিস্থিতি) বিরাজ করছে, তা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপির অংশ নেওয়া উচিত। বিএনপি সংলাপে অংশ নিলে দেশের জন্য এবং তাদের দলের জন্যও ভালো হবে।’

আইনমন্ত্রী আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। চলমান এ সংলাপ বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বর্জনের ঘোষণা দিয়েছে।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের বর্জনের কারণে রাষ্ট্রপতির এ সংলাপ ব্যর্থ হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির ডাকা এ সংলাপ ব্যর্থ না-কি সফল, সেটা বলার সময় এখনও হয়নি। সংলাপ শেষ হলেই এটা বলা যাবে। সংলাপ শেষ হলে রাষ্ট্রপতি একটি সিদ্ধান্ত নেবেন, তখনই এ বিষয়ে বলা যাবে।’

নির্বাচন কমিশন আইন করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ আইন তাড়াহুড়া করে করা যাবে না। এটি পরীক্ষা-নিরীক্ষা করে করতে হবে। এটি একজনের কাছে গ্রহণযোগ্য হলেই চলবে না। এমন একটি আইন করতে হবে, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কাকে বিদেশে পাঠানো হবে, আর কাকে পাঠানো হবে না, এটি সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। জনগণকে সেবা দেওয়াই সরকারের মূল অগ্রাধিকার।’