গাইবান্ধা প্রতিনিধি , আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

গাইবান্ধায় জম্ম নিল অস্বাভাবিক আকৃতির বাছুরের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামে অস্বাভাবিক আকৃতির এক বাছুরের জম্ম হয়েছে ।

বাছুরটির মালিক উক্ত গ্রামের চিত্তদাস ।

বাছুরটির পা পিঠের গর্দ্দান বা গজের উপর দেখা যায়। এ অস্বাভাবিক বাছুরটি দেখার জন‍্য দুর-দুরন্ত থেকে অনেকেই আসছেন।
এব‍্যাপারে অনেকেই বলছেন এটা আল্লাহ্ তায়ালার নিয়ামত।
বাঁছুরটির মালিক চিত্তদাস জানান,বাঁছুরটি সুস্থ স্বাভাবিক রয়েছে।