সাতক্ষীরা প্রতিনিধি , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আশাশুনিতে নবনির্বাচিত চেয়ারম্যান গুলিবিদ্ধ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরাজিত প্রার্থীর গুলিতে নবনির্বাচিত চেয়ারম্যান ডালিমসহ ১২জন গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭/৮ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকাল ৯ টায় উপজেলার খাজরা ইউনিয়ন এর গাদাইপুর গ্রামে দুয়ারডাঙ্গা  ব্রিজে এর ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ,ডালিম ,রাসেল , মোল্লা সিরাজুল, আফসার আলী মোল্লা সহ ১২ জন।

নবনির্বাচিত চেয়ারম্যান কয়েকজন সদস্যের সঙ্গে নিয়ে গদাইপুর গ্রামে অসুস্থ এক কর্মীকে দেখতে যাচ্ছিলেন। এ সময় পরাজিত প্রার্থী ফরিদুল ইসলাম এর বাড়ির ছাদের উপর থেকে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।