নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

রাহাত টাওয়ারে যমুনা টিভি সেন্টারে আগুন

বাংলামটরে আগুনলাগা রাহাত টাওয়ার যমুনা টিভি সেন্টার রয়েছে। আগুন লাগার পর সব সহকর্মী নিরাপদে রাস্তায় নেমে গেছেন। যমুনা টেলিভিশনের এস্পেশাল করেসপন্ডেন্স সুশান্ত সিনহা একথা বলেন।

সুশান্ত সিনহা বলেন এখন আমাদের দেখা ছাড়া আর কিছু করার নেই। আমাদের অফিস ভূমিভূত হয়ে যাচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা করছে কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি।