নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

রাত ৮ টার মধ্যে দোকান শপিং মল বন্ধের চিন্তা ভাবনা চলছে – জাহিদ মালেক

করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় রাত আটটার পাওয়ার দোকানপাট বন্ধ রাখার চিন্তা করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডক্টর জাহিদ মালেক।

আজ শনিবার ৮ জানুয়ারী মানিকগঞ্জ শুভ সেন্টার মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ এসব কথা বলেন।

তিনি আরো বলেন করোনা আক্রান্ত রোগীর পরিমান ৪০০গুণ বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় পরিস্থিতি খুব খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা করা হবে। দোকানপাট রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে ।রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না।

বিশ্বের অনেক দেশে ভয়াবহ ভাবে করোনা সংক্রমণ বাড়ছে। তবে বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। জাহিদ মালেক আরো বলেন স্বাস্থ্যবিধি মানা না হলে করোনা হুমকির পরিস্থিতি সৃষ্টি হবে। স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।