কুড়িগ্রাম প্রতিনিধি , আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম সীমান্ত থে‌কে এক বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থে‌কে শা‌কিল (২১) না‌মে এক বাংলা‌দে‌শি যুবক‌কে ধ‌রে নি‌য়ে যাওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী (‌বিএসএফ) এর বিরু‌দ্ধে।

রোববার (৯ জানুয়া‌রি) ভো‌রে ভারতের ১২৯ দিঘলটারী বিএসএফ সদস‌্যরা ওই যুবক‌কে আটক ক‌রে নি‌য়ে যায় ব‌লে জানা গে‌ছে।